ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কুতিনহোকে ভুলে ডি ‍মারিয়ার পেছনে ছুটছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
কুতিনহোকে ভুলে ডি ‍মারিয়ার পেছনে ছুটছে বার্সা ছবি: সংগৃহীত

ফিলিপ্পে কুতিনহোকে পাওয়ার আশা কী তবে ছেড়েই দিল বার্সেলোনা! লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য কয়েকবার বিড করেও ব্যর্থ স্প্যানিশ জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোও শেষের পথে। তাই নেইমারের অভাব পূরণের লক্ষ্যে কুতিনহোকে ভুলে অ্যাঙ্গেল ডি মারিয়াকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বার্সা।

মোটা অঙ্কের ট্রান্সফার ফি’র প্রস্তাব দিয়েও কোনো লাভ হয়নি। নিজেদের অবস্থানে অনমনীয় লিভারপুল।

শুরু থেকেই এক কথা ‘কুতিনহো নট ফর সেল’। বার্সার ক্রমাগত আগ্রহে কুতিনহো নিজে ট্রান্সফারের অাবেদন করলেও তা নাকচ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। দিন শেষে তাই বার্সার সঙ্গী কেবলই হতাশা! তৃতীয় দফায় অফারও ফিরিয়ে দিয়েছে অল রেডসরা।

ট্রান্সফার রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর তার অভাব পূরণে এখনো যোগ্য কাউকে ন্যু আনতে পারেনি বার্সা। বুরুশিয়া ডর্টমুন্ড থেকে উদীয়মান ফ্রেঞ্চ ফরোয়ার্ড ওসমান ডেম্বেলেকে আনতেও ঘাম ঝরাতে হচ্ছে। দলবদলের বাজারের ডেডলাইন ৩১ আগস্ট।

জানা যায়, কুতিনহোকে নিয়ে হতাশায় বার্সার অন্যতম টার্গেট এখন পিএসজি থেকে ২৯ বছর বয়সী ডি মারিয়াকে নিশ্চিত করা। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বার্সায় আসতে ইচ্ছুক কিনা সেটিও দেখার বিষয়! আর্জেন্টিনা সতীর্থকে পেলে লিওনেল মেসি যে খুশি হবেন ‍তা বলার অপেক্ষা রাখে না।

নেইমারকে আনার পর পিএসজিরও ফান্ড দরকার। ট্রান্সফারের আর্থিক নিয়মে আয়-ব্যয়ে ভারসাম্য আনতেও তা প্রয়োজন। ইতোমধ্যেই তারা জুভেন্টাসের কাছে ব্লেইস মাতুইদিকে ছেড়ে দিয়েছে। আরও কিছু খেলোয়াড় বিক্রির সম্ভাবনা রয়েছে।

বলা হচ্ছে, কুতিনহোর জন্য সম্ভাব্য ট্রান্সফার ফি দিয়ে দু’জনকে সই করানোর প্রত্যাশা করছে বার্সা। ডি মারিয়ার সঙ্গে কাতালানদের আগ্রহের তালিকায় শীর্ষে ফ্রেঞ্চ ক্লাব নিসের আইভরিকোস্ট মিডফিল্ডার জিয়ান মাইকেল সেরি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।