ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথমবারের মতো পয়েন্ট হাতছাড়া চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
প্রথমবারের মতো পয়েন্ট হাতছাড়া চট্টগ্রাম আবাহনীর ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনী এবং আরামবাগ। দুই দলের আপ্রাণ চেষ্টাতেও গোলের দেখা পাওয়া যায়নি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৫ আগস্ট) মাঠে নামে দুই দল।

ম্যাচের প্রধমার্ধে বন্দর নগরীর দলটি বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল।

কিন্তু, তাদের দুর্দান্ত আক্রমণগুলো আরামবাগের গোলবারে লেগে ফিরে আসে। একাধিক শট গোলমুখে প্রবেশর আগে প্রতিহত হলে হতাশা নিয়েই বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী।

দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। আক্রমণ আর পাল্টা-আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা নেই। দ্বিতীয়ার্ধেও দুই দলের একাধিক জোরালো শট গোলবারে প্রতিহত হয়।

এর আগের রাউন্ডে টানা পঞ্চম জয় পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। বন্দর নগরীর দলটির বিপক্ষে পেরে উঠছে না কোনো দল। গত রাউন্ডে চট্টগ্রামের দলটির বিপক্ষে হেরেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

টানা পাঁচ জয়ের পর পয়েন্ট খোয়ালো চট্টগ্রাম আবাহনী। তবে, ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে তারা। সমান ম্যাচ খেলে আরামবাগের পয়েন্ট ৪।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।