ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হারলেও জাপানের বিপক্ষে প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
হারলেও জাপানের বিপক্ষে প্রতিরোধ পুরনো ছবি

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ভরাডুবির পর জাপানের সামনে প্রত্যাশিত লড়াইয়ে প্রতিরোধ গড়েছে বাংলাদেশের মেয়েরা। হেরে গেলেও ম্যাচের ফলাফলে গোল ব্যবধানই তার প্রমাণ!

থাইল্যান্ডের আইপিই চোনবুরি স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৩-০ ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতি নিয়ে এই পারফরম্যান্স সমর্থকদের জন্য হয়তো সন্তোষজনক।

টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আশা নেই বললেই চলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।