ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ইউনাইটেড ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানের জয় পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। বাসেলকে ৩-০ গোলে হারানোর পর সিএসকেএ মস্কোকে তাদের মাঠেই ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইংলিশ জায়ান্টরা।

ম্যানইউর সামার সাইনিং রোমেলু লুকাকু যেন ‘গোলমেশিন’ হয়ে উঠছেন। রাশিয়ান ক্লাবটির জালে দু’বার বল পাঠান বেলজিয়ান তারকা।

আগের ম্যাচেও গোল পেয়েছিলেন। খেলা শুরুর চার মিনিটেই লিড এনে দেন প্রতিভাবান এ ফরোয়ার্ড। ১৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। আট মিনিট বাদেই আবারো সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান ২৪ বছর বয়সী লুকাকু।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ এমখিতারিয়ান। একেবারে শেষদিকে এসে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে বেনফিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাসেল। পয়েন্ট টেবিলে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রেড ডেভিলসরা। সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে সিএসকেএ মস্কো। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে সিএসকেএ মস্কোর কাছে ২-১ ব্যবধানে হেরে যায় বেনফিকা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।