ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

ফুটবল

মেসির সঙ্গে দিবালাকে রাখছেন না কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
মেসির সঙ্গে দিবালাকে রাখছেন না কোচ মেসির সঙ্গে দিবালাকে রাখছেন না কোচ-ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে জায়গা করে নিতে হলে কঠিন পরীক্ষাই দিতে হবে। এক অর্থে আবার শেষ রাউন্ডের দুটি ম্যাচ জিতলেই মূল পর্বে। তবে দলটির সাম্প্রতিক ফর্মই তাদের ভাবাচ্ছে। এরই মধ্যে নতুন খবর দিলেন কোচ জর্জ সাম্পাওলি। দলের সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে খেলাবেন না তরুণ তারকা পাওলো দিবালাকে।

এ দুই ফুটবলারের মাঝে এখনও বোঝাপড়াটা ঠিক মতো গড়ে ওঠেনি। সে কারণেই পেরুর বিপক্ষে ঘরের মাঠের বাছাইপর্বের ম্যাচে দিবালাকে দলে নিতে চাইছেন না কোচ।

ল্যাটিন অঞ্চলে সেরা চার দল সরাসরি বিশ্বকাপে খেলে থাকে। তবে পঞ্চম দলেরও সুযোগ থাকবে, তাদের প্লে-অফ জিতে আসতে হবে।  

আর্জেন্টিনার বর্তমান অবস্থান পাঁচেই। ফলে শঙ্কা থাকছে। কেননা পেরুর আবার একধাপ এগিয়ে রয়েছে চারে।  

মেসি-দিবালা জুটি এখনো আলবেসেলিস্তাকে বলার মতো তেমন কিছুই দিতে পারেনি, সেটি জানিয়ে
সাম্পাওলি বলেন, ‘যেহেতু এই মুহূর্তে মেসি-দিবালা জুটি তৈরি করার সময় নেই আমাদের হাতে। তাই বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ’

এদিকে মেসিকে নিয়েও স্বস্তিতে নেই কোচ, ‘ক্লাবের মতোই তাকে জাতীয় দলের হয়েও স্বচ্ছন্দ হতে হবে, সারা মাঠে খেলতে হবে। আমরা যদি ৪-২-৩-১ ফর্মেশনে খেলি, তবে তাঁকে প্রতিপক্ষ বক্সের আরও কাছে যেতে হবে। আমার মেসিকে দরকার ফিনিশিংয়ে অর্থাৎ শেষ থার্ডে। ’

শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় চতুর্থ স্থানে থাকা পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ রাউন্ডে ১০ অক্টোবর ইকুয়েডরের মাঠে খেলতে যাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে দুটি ম্যাচই জেতার বিকল্প নেই তাদের সামনে। এদিকে আজ দিবাগত রাত ২টায় বলিভিয়ার মাঠে নামবে ব্রাজিল।  আরও আগেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেকাওরা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।