ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা’র বর্ষসেরা কোচ জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ফিফা’র বর্ষসেরা কোচ জিদান ট্রফি হাতে জিনেদিন জিদান

ঢাকা: ফিফার বর্ষসেরা কোচের ট্রফি জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। সোমবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে ফিফার বর্ষসেরাদের পুরস্কৃত করতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কোচ হিসেবে ‘জিজো’র নাম ঘোষণা হয়।

সেরা কোচের ক্যাটাগরিতে মনোনয়নে ছিলেন চেলসির ইংলিশ লিগ জয়ী কোচ আন্তোনিও কন্তে এবং জুভেন্টাসের সিরিআ জয়ী কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। শেষ পর্যন্ত এই দু’জনকে পেছনে ফেলে বর্ষসেরা ফিফা কোচের স্বীকৃতি পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার জিদান।


 
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদান দায়িত্ব নিয়েছেন গত বছরের ৪ জানুয়ারি। দায়িত্ব নিয়েই তাক লাগিয়ে দিয়েছেন ফুটবলবিশ্বে। গেল মৌসুমের লা লিগা শিরোপা তো বটেই, রিয়ালকে এনে দিয়েছেন ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও।
 
এখানেই থামেনি এক সময়ের বিশ্বসেরা এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডারের কোচ হিসেবে বিজয়রথ। সেই মৌসুমেই তিনি জিতে নিয়েছেন উয়েফা সুপার কাপ শিরোপাও।
 
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএল/এইচএ/

** ফিফার বর্ষসেরা একাদশে যারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।