ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ফুটবল

ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ঝিনাইদহ: ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে মহেশপুর নওদাগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুণ্ডুর দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে, বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে কালীগঞ্জের মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।  

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, আঞ্জুমানে মফিদুল ইসলামের চেয়ারম্যান নবাব আলী হাসান আসকারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।