ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিদের সঙ্গে খেলায় ফিরছেন আলবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
মেসিদের সঙ্গে খেলায় ফিরছেন আলবা ছবি: সংগৃহীত

অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ সামনে রেখে বার্সেলোনা শিবিরে স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে উঠেছেন অভিজ্ঞ লেফটব্যাক জর্ডি আলবা। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার। অপেক্ষা খেলায় ফেরার।

হাঁটুর সমস্যার কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন ২৮ বছর বয়সী আলবা। চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোস, লা লিগায় মালাগা ও সবশেষ রিয়াল মুর্সিয়ার বিপক্ষে কোপা দেল রে ম্যাচে মাঠের বাইরে ছিলেন।

শেষ ৩২-এর প্রথম লেগে মুর্সিয়ার মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা। সবাই বিলবাও ম্যাচে চোখ রাখছেন। তাদের সঙ্গী হতে তর সইছে না আলবার।

এদিকে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ‍বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডের জন্য আবেগপূর্ণ। গত মৌসুমেও সান ম্যামেস স্টেডিয়ামের ডাগআউট সামলেছেন। এবার প্রতিপক্ষ দলের প্রতিনিধি হয়ে সেখানে যাচ্ছেন। খেলোয়াড়ী জীবনের পর কোচ হিসেবেও ভালভার্ডের ক্যারিয়ারের বড় অংশ জুড়ে অ্যাথলেতিক বিলবাও।

আগামী শনিবার (২৮ অক্টোবর) বার্সাকে আতিথ্য দেবে বিলবাও। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। পয়েন্ট টেবিলে ৯ ম্যাচ শেষে শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা (২৫)। বিলবাওয়ের অবস্থা নাজুক। চার ম্যাচেই হেরে গেছে তারা। মাত্র ১১ পয়েন্ট নিয়ে অবস্থান ১১তম।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।