ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টটেনহামে প্রত্যাবর্তন হচ্ছে না বেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টটেনহামে প্রত্যাবর্তন হচ্ছে না বেলের ছবি: সংগৃহীত

পায়ের ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন গ্যারেথ বেল। চ্যাম্পিয়নস লিগে সাবেক ক্লাবে টটেনহামে প্রত্যাবর্তনের সম্ভাবনাটাও দৃশ্যমান হয়। কিন্তু এ যাত্রায় ওয়েম্বলি স্টেডিয়ামে ফেরা হচ্ছে না ওয়েলস তারকার। যেখান থেকে চার বছর আগে সে সময়ের ট্রান্সফার রেকর্ড গড়ে মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন।

এখনো ম্যাচ খেলার মতো পরিপূর্ণ ফিটনেস নেই ২৮ বছর বয়সী বেলের। তাই টটেনহামের মাঠে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাকে পরিকল্পনার বাইরে রেখেছেন কোচ জিনেদিন জিদান।

বেলকে ছাড়াই ইংল্যান্ড সফরের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না। ঘরোয়া লিগে নিজেদের হারিয়ে খুঁজছে জিদানের শিষ্যরা। ১০ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে গেছে লস ব্লাঙ্কসরা। সবশেষ জিরোনার মাঠে (১-২) এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবে গ্যালাকটিকোরা। হতাশা ভুলে এখন চ্যাম্পিয়নস লিগে টটেনহাম চ্যালেঞ্জে চোখ রাখছে স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (১ নভেম্বর) ওয়েম্বলিতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-টটেনহাম আগের ম্যাচটিই ১-১ গোলের ড্রয়ে নিষ্পত্তি হয়। ‘এইচ’ গ্রুপে দু’দলই তিন ম্যাচে প্রথম দু’টিতে জয় পায়। পয়েন্ট সমান ৭।

জিরোনার বিপক্ষে লিগ ম্যাচটিতে গোলস্কোরার ইসকোকে নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও তাকে স্কোয়াডে রেখেছেন জিদান। স্প্যানিশ তারকার সেরাটা নিয়েও আত্মবিশ্বাসী তিনি। কিন্তু ইনজুরির কারণে স্পারসদের বিপক্ষে অনেকেই খেলতে পারছেন না। এ তালিকায় আছেন কেইলর নাভাস, রাফায়েল ভারান, দানি কারভাজাল ও মাতেও কোভাচিচ।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড:

গোলরক্ষক: কিকো কাসিলা, মোহাম্মদ আইরাম রামোস ওয়েড।

ডিফেন্ডার: জিসাস ভ্যালেজো, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, মার্সেলো, থিও হার্নান্দেজ, আচরাফ হাকিমি।

মিডফিল্ডার: টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, মার্কোস লরেন্তে, মার্কো অ্যাসেনসিও, ইস্কো, দানি কেবালস।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, লুকাস ভাজকুয়েজ, বোর্জা মায়োরাল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।