ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

ফুটবল

অ্যাতলেতিকোয় শেষ দেখে ফেলেছেন তোরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
অ্যাতলেতিকোয় শেষ দেখে ফেলেছেন তোরেস ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে এক বছরের চুক্তি নবায়ন করলেও শৈশবের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়তে প্রস্তুত ফার্নান্দো তোরেস। স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও চীন থেকে প্রস্তাব পেয়েছেন ক্যারিয়ারের সোনালী সময়টা পেছনে ফেলে আসা ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার।

গত বছরের জুলাইয়ে স্থায়ী চুক্তির আগে প্রাথমিকভাবে ধারে (২০১৫ সালের জানুয়ারিতে) অ্যাতলেতিকোয় প্রত্যাবর্তন হয় ‘এল নিনো’ খ্যাত তোরেসের। গত মৌসুমে সব মিলিয়ে ৪৫ ম্যাচে ১০ বার লক্ষ্যভেদ করেন সাবেক লিভারপুল-চেলসি তারকা।

 

চলতি মৌসুমে মাত্র ৩৩২ মিনিট খেলেছেন তোরেস। স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’র রিপোর্টের বরাত দিয়ে ক্রীড়া দৈনিক ‘মার্কা’ বলছে, জানুয়ারির দলবদলের বাজারে অ্যাতলেতিকো ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দাবি করা হচ্ছে, বিশ্বকাপ ও ইউরো জয়ী তোরেসের অনুভূতি অ্যাতলেতিকোয় দিয়েগো সিমিওনের অধীনে সামনের সময়গুলোতে সুযোগ কমে আসবে। উইন্টারে দিয়েগো কস্তার আগমন নিয়মিত খেলার লক্ষ্য বাধাগ্রস্ত করবে বলেও উদ্বেগ কাজ করছে।

সব মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদে নিজের শেষ দেখে ফেলেছেন এক সময়কার তারকা ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস। মাদ্রিদেই তার ফুটবলের হাতেখড়ি। অ্যাতলেতিকোর যুব একাডেমিতে (১৯৯৫-২০০১) বেড়ে ওঠেন। এরপর সিনিয়র টিমের জার্সিতে পেশাদার ক্যারিয়ারে পা রাখেন।

২০০৭ সালে নতুন চ্যালেঞ্জ নিতে পাড়ি জমান লিভারপুলে। চার বছর পর নাম লেখান চেলসিতে। ২০১৪-১৫ মৌসুমে ধারের চুক্তিতে এসি মিলান হয়ে দ্বিতীয় মেয়াদে থিতু হন স্মৃতি বিজড়িত শৈশবের ক্লাবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।