ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ডে বায়ার্নের দাপট, নতুন উচ্চতায় রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ডর্টমুন্ডে বায়ার্নের দাপট, নতুন উচ্চতায় রোবেন ছবি: সংগৃহীত

ইয়ুপ হেইঙ্কেস কোচের দায়িত্বে ফেরার পর টানা চারটি লিগ ম্যাচ জিতলো বায়ার্ন মিউনিখ। শিরোপা দৌড়ে প্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে তাদের মাঠেই ৩-১ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে বাভারিয়ানরা।

ছবি: সংগৃহীতবুন্দেসলিগায় বায়ার্নের বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলস্কোরার (৯৩) হওয়ার রেকর্ড গড়েছেন ডাচ তারকা আরিয়েন রোবেন। সিগন্যাল ইদুনা পার্কে খেলা শুরুর ১৬ মিনিটেই সতীর্থদের উদযাপানের মধ্যমণি বনে যান ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ উইঙ্গার।

ছবি: সংগৃহীতপ্রথমার্ধের আট মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি। ৬৭ মিনিটে স্কোরলাইন ৩-০ তে নিয়ে যান অস্ট্রিয়ার ডেভিড আলাবা। শেষদিকে ডি-বক্সের বামদিক থেকে দর্শনীয় শটে একটি গোল পরিশোধ করেন ডর্টমুন্ডের স্প্যানিশ সেন্টারব্যাক মার্ক বার্ত্রা।

ছবি: সংগৃহীততৃতীয় গোলের পর বায়ার্ন সমর্থকরা প্রচুর পরিমাণে অগ্নিশিখা প্রজ্জ্বলন করে বসেন। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। মাঠের উপরিভাগে সৃ্ষ্ঠ ধুম্র মেঘ খেলায় বিঘ্ন ঘটায়।

ছবি: সংগৃহীতপয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। ৪ পয়েন্ট পিছিয়ে লেইপজিগ। তিনে অবনমিত ডর্টমুন্ডের সংগ্রহ ২০।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ৫ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।