নতুন মৌসুমে সাতটি লিগ ম্যাচ খেলে রোনালদোর নামের পাশে মাত্র ১টি গোল। ভাবা যায়! এ নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন কোচ জিদান।
ঘরোয়া লিগে জিরোনার মাঠে ২-১ ব্যবধানের হারের পর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচে টটেনহামে গিয়ে (৩-১) আরেকটি ধাক্কা খায় স্প্যানিশ জায়ান্টরা। হতাশা ভুলে এখন আত্মবিশ্বাস ফিরেছে রিয়াল শিবিরে।
সান্তিয়াগো বার্নাব্যুতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পালমাসের জালে প্রথমার্ধের কয়েক মিনিট আগে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উঠতি স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান ইনফর্ম ইস্কো। পুরো সময় মাঠে থাকলেও রোনালদোর মতো গোলের দেখা পাননি করিম বেনজেমা।
১১ ম্যাচ শেষে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ৮। শিরোপা পুনরুদ্ধারের মিশনে অপরাজেয় বার্সা ১০ ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ছুটছে। ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ৬ নভেম্বর, ২০১৭
এমআরএম