ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো ও তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো-ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে পাঁচ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল। গত রাতে এই কোঠা পূর্ণ করে মরক্কো ও তিউনিসিয়া। যেখানে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়েছে মরক্কো ও লিবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্ব মঞ্চে পৌঁছায় তিউনিসিয়া।

শনিবার গ্রুপ ‘সি’তে প্রতিদ্বন্দ্বিতায় থাকা আইভরি কোস্টকে সহজেই হারায় মরক্কো। আর এ জয়ের ফলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো দেশটি।

এদিকে গ্রুপ ‘এ’তে লিবিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে চলে যাবে তিউনিসিয়া এমন সমীকরণে নেমেছিলো দেশটি। শেষ পর্যন্ত ড্রই করতে পারে তারা। প্রতিদ্বন্দ্বিতায় থাকা কঙ্গো ৩-১ গোলে গিনির বিপক্ষে জিতলেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে। ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর প্রথমবার বিশ্ব আসরে জায়গা করে নিল তিউনিসিয়া।

এই দুই দেশ ছাড়া আফ্রিকা অঞ্চল থেকে মিশর, নাইজেরিয়া ও সেনেগাল রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।