ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

সাইফকে রুখে দিয়েছে আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, নভেম্বর ২০, ২০১৭
সাইফকে রুখে দিয়েছে আরামবাগ ছবি: সংগৃহীত

এই মৌসুমে নবাগত দল সাইফ স্পোর্টিং শুরু থেকেই আসরের বড় চমক। জায়ান্ট দলগুলোকেও পাত্তা দিচ্ছিল না দলটি। অথচ, সোমবার (২০ নভেম্বর) সাইফ স্পোর্টিংকে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।

মুখোমুখি দেখায় এই ম্যাচে ড্র করলেও লিগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল সাইফ স্পোর্টিং।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামা সাইফ স্পোর্টিং বিরতির আগে ও পরে রক্ষণভাগের দুর্বলতায় ভুগছিল।

নিজেদের আক্রমণভাগ খুব একটা পাত্তা পায়নি আরামবাগের রক্ষণে। তবে, প্রথমার্ধের ২১তম মিনিটে সাইফের ইংলিশ ফরোয়ার্ড চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যামের দুর্বল হেড সহজেই ফেরান আরামবাগের গোলরক্ষক।

৩৫ তম মিনিটে আরামবাগের সোহেল রানা গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনেটে আরামবাগের আরও একটি সুযোগ নষ্ট করে দেন সাইফের গোলরক্ষ। এদিকে, ৮০তম মিনিটে শেরিংহ্যামের চেষ্টা ব্যর্থ হলে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাইফ স্পোর্টিং। নবম স্থানে থাকা আরামবাগের পয়েন্ট ১১। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।