ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতিহাসের পাতায় নেইমারের পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ইতিহাসের পাতায় নেইমারের পিএসজি ছবি: সংগৃহীত

নেইমারকে দলে ভিড়িয়ে পিএসজির চেহারাটাই বদলে গেছে! ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে ফ্রেঞ্চ জায়ান্টদের পারফরম্যান্স অবিশ্বাস্য বললেও ভুল হবে না। এখন এটি ঐতিহাসিকও বটে।

প্যারিসে সেল্টিকের বিপক্ষে গোল উৎসবের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পিএসজি। এখনো একটি ম্যাচ বাকি।

স্কটিশ ক্লাবটিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে উনাই এমেরির শিষ্যরা। জোড়া গোল করেছেন নেইমার ও এডিনসন কাভানি। লক্ষ্যভেদ করেন কাইলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি ও দানি আলভেস। অথচ প্রথম মিনিটেই লিড নিয়েছিল ভিজিটররা।

গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ বার বল পাঠিয়েছে পিএসজি। পঞ্চম ম্যাচে এসে হজম করলো প্রথম গোল। ৭৯ মিনিটে ভেরাত্তির গোলের মধ্য দিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। ইতিহাসের পাতায় ঢুকে পড়ে ফ্রেঞ্চ জায়ান্টরা। এটি ছিল গ্রুপ পর্বের ২২তম গোল। ভেঙে ফেলে বুরুশিয়ার ডর্টমুন্ডের ২১ গোলের রেকর্ড, যা গত বছর করে দেখিয়েছিল জার্মান ক্লাবটি।

সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে নেইমারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে হবে বায়ার্ন মিউনিখের মাঠে। প্যারিসে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বাভারিয়ানরা।

ছন্দে থাকা পিএসজির বিপক্ষে বায়ার্নের রোমাঞ্চকর এক ম্যাচই উপভোগ করবেন দর্শকরা। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৫ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। বায়ার্ন ও পিএসজি দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব (শেষ ষোলো) নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।