ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি ছবি:সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের পর র‌্যাঙ্কিং প্রকাশ করলো ফিফা। যেখানে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। দ্বিতীয়স্থানে আছে পাঁচবারের বিশ্ব জয়ী ব্রাজিল। ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম পাঁচটি স্থানে কোনো পরিবর্তন হয়নি।

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ব্রাজিলের পরের তিনটি অবস্থানে আছে যথাক্রমে পর্তুগাল, আর্জেন্টিনা ও বেলজিয়াম।

২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে নিজেদের জায়গা করে নিয়েছে ।

তবে এক ধাপ অবনমনে সপ্তম স্থানে পোল্যান্ড। আর তিন ধাপ উঠে অষ্টম স্থানে উঠেছে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা সুইজারল্যান্ড।

সেরা দশে অবনমন হয়েছে ফ্রান্স ও চিলির। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ীরা দুই ধাপ পিছিয়ে নবম স্থানে ও এক ধাপ নেমে দশম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে না পারা চিলি।

রাশিয়া বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে জায়গা পায় পেরু। নিউজিল্যান্ডকে প্লে-অফে হারিয়ে টিকিট কাটলেও র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের দেশটি।
ডেনমার্ক সাত ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছে। আর ১৩তম স্থানে কলম্বিয়া।

১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালির অবশ্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আজ্জুরিরা। কিন্তু তিন ধাপ পিছিয়ে ১৫তম ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।