ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউর জয়, হোঁচট খেল লিভারপুল, আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ম্যানইউর জয়, হোঁচট খেল লিভারপুল, আর্সেনাল ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে প্রায় সবকটি বড় দলই খেলতে নেমেছিল। যেখানে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ম্যানচেস্টার সিটি। তবে হোঁচট খেয়েছে অন্য দুই জায়ান্ট দল লিভারপুল ও আর্সেনাল। কিন্তু জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পার।

এদিন ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নামে হোসে মরিনহোর দল। ২৫ মিনিটে রোমেলু লুকাকুর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

অন্যদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্টব্রমের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইয়র্গান ক্লপের লিভারপুল। আর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে একই ব্যবধানে মাঠ ছাড়লে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

১৭ ম্যাচে নয় জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আর্সেনাল।

লিগে টানা ১৫ জয়ের রেকর্ড গড়া ম্যানচেস্টার সিটি ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে চেলসি।  

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এসেছে টটেনহ্যাম। পঞ্চমস্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে বার্নলি। ‍আর অর্সেনালের অবস্থান সপ্তম।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।