ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জয়ে ফিরলো শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, ডিসেম্বর ১৭, ২০১৭
জয়ে ফিরলো শেখ রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর জয়ে ফিরলো শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের (১৭ ডিসেম্বর) খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

তিন হার ও এক ড্রয়ের পর পূর্ণ পয়েন্টের দেখা পেল শেখ রাসেল ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে গত ১৫ নভেম্বরের ম্যাচের পর থেকে জয়হীন ছিল তারা।

জয়ে ফিরতে শেখ রাসেলকে প্রথমার্ধের চার মিনিট আগে লিড এনে দেন রাব্বি। ডান প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় কয়েকজনকে কাটিয়ে দারুণ শটে ফরাশগঞ্জ গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

বিরতির পর দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে চালকের আসনে বসে শেখ রাসেল। কর্নার থেকে হেডে বল জালে পাঠান উত্তম কুমার বণিক। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। ধরা দেয় লিগের ষষ্ঠ জয়।

১২ দলের লিগ টেবিলে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে ১০ পয়েন্টে একেবারে তলানিতে ফরাশগঞ্জ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।