ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফুটবল

ডার্বিতে ইন্টারকে হারিয়ে সেমিতে মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫২, ডিসেম্বর ২৮, ২০১৭
ডার্বিতে ইন্টারকে হারিয়ে সেমিতে মিলান ছবি:সংগৃহীত

ইতালিয়ান লিগগুলোতে এখন আর আগের মতো উত্তেজনা নেই। তবে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান যখন ডার্বিতে খেলতে নামে তখন কিছুটা আমেজ পাওয়া যায়। তেমনই একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালের চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় এসি মিলান। ম্যাচের মূল সময়ে গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে খেলা শেষ হয়।

সান সিরোতে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। পরে অতিরিক্ত সময়ে মিলানের তরুণ প্যাটট্রিক কার্টরোনের গোলে জয় নিশ্চিত করে জিন্নারু গ্যাট্টুসোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।