ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

‘বিশ্বকাপ-কোপা আমেরিকায় যা ঘটেছে সেটা ছিল অবিচার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
‘বিশ্বকাপ-কোপা আমেরিকায় যা ঘটেছে সেটা ছিল অবিচার’ ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য ক্যারিয়ারে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন। তারপরও নিজেকে নিখুঁত ভাবেন না, উন্নতি করতে চান প্রতিনিয়ত। আরও স্পষ্ট করে বললে স্পট কিকে শতভাগ পরিণত হওয়ার বিকল্প দেখছেন না লিওনেল মেসি। সার্বিয়ান সংবাদমাধ্যম ‘ব্লিচ’কে দেওয়া সাক্ষাৎকারে পরিবার, আর্জেন্টিনা দল ও অবসর প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

নতুন বছরে মেসির মিশন অধরা বিশ্বকাপ শিরোপা। এটাই হয়তো তার ‘শেষ’ সুযোগ।

আগামী জুনে রাশিয়া ওয়ার্ল্ডকাপ চলাকালীন ৩১-এ পা রাখবেন আর্জেন্টাইন আইকন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ, এরপর টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারার বেদনায় জাতীয় দল থেকেই অবসর নিয়ে ফেলেছিলেন। পরে আকাশী-নীল জার্সির টানে আর সমর্থকের ভালোবাসায় সিদ্ধান্ত পাল্টে ফিরে আসেন। বলতে গেলে একাই দলকে ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে গেছেন গ্রহের এই ফুটবল জাদুকর।

মেসির চোখে, বিশ্বকাপ-কোপা আমেরিকায় যা ঘটেছে সেটি তাদের জন্য অবিচার। এবারের আসরে খেলতে না পারাটা হতো বড় অঘটন, ‘বিশ্বকাপে থাকতে না পারাচা হতো পাগলামি। আমাদের দলটা অবশ্যই চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্য। বিশ্বকাপ (২০১৪) এবং দুটি কোপা আমেরিকায় যা ঘটেছে, সেটা ছিল অবিচার। আমরা এ বিশ্বকাপেও অনেক কষ্টে উঠেছি, আশা করি আবারও সুযোগ পাব। ’

পেনাল্টি প্রসঙ্গে আসা যাক। সাফল্যের হার ৭৮ শতাংশ হলেও এই জায়গাটিতে আরও নিখুঁত হতে চান মেসি, ‘কিছু জায়গায় উন্নতি করতে হবে। যেখানে আমি নিখুঁত হতে চাই। পেনাল্টিতে আমার আরও পরিণত হওয়া দরকার। ’

অবসর নিয়ে আপাতত কোনো ভাবনা নেই মেসির। খেলোয়াড়ী জীবন শেষে কোচ হওয়ারও ইচ্ছা নেই। ভাবনাটায় পরিবর্তন হতে পারে বলেও জানিয়ে রেখেছেন, ‘অবসর নেওয়ার পর হয়তো কোচ হবো না। তবে এখনো অনেক সময় আছে। হয়তো ভাবনাটা পাল্টাতেও পারি। ’

বাবা হতে পারা মেসির জীবনের অন্যতম সেরা অনুভূতি। তাই বুটজোড়া তুলে রাখার পর পরিবারকে বেশি সময় দিতে চাইবেন। তার কথায়, ‘আমি সাধারণ জীবনযাপন করি। পরিবার নিয়ে রাস্তায় হাঁটার সময় ভক্তরা যদি আমাকে ঘিরে না ধরতো। বাবা হতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা। এটা অবিশ্বাস্য এক অনুভূতি। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।