ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীর কোচ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
চট্টগ্রাম আবাহনীর কোচ বরখাস্ত সাইফুল বারী টিটো / ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমের শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে চট্টগ্রাম আবাহনী। লিগের শেষের দিকে দলের বাজে পারফরম্যান্সের দায়ে কোচ সাইফুল বারী টিটোকে বরখাস্ত করেছে ক্লাব কতৃপক্ষ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিষয়টি সাংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ, ‘লিগের শেষদিকে দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় টিটো ভাইকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ’

আপাতত দলের কোচের দায়িত্ব পালন করবেন জুলফিকার মাহমুদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২০ রাউন্ড শেষে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে চট্টগ্রাম আবাহনী। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। লিগের বাকি রয়েছে দুটি করে ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।