ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঝিনাইদহে যুব গেমসের বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ঝিনাইদহে যুব গেমসের বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু যুব গেমসের অনুর্ধ্ব-১৭ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু।

ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমসের অনুর্ধ্ব-১৭ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ম ই হো শান্তি জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, কামাল হোসেনসহ মাগুরা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নেতারা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ খেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার ক্রীড়া সংস্থার তরুণ-তরুণী ফুটবল একাদশ অংশ নেবে। প্রথমদিনের প্রতিযোগিতায় মাগুরা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় ২-০ গোলে জয়ী হয় মাগুরা ফুটবল একাদশ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।