ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় সতীর্থদের সঙ্গে কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
বার্সায় সতীর্থদের সঙ্গে কুতিনহো ছবি:সংগৃহীত

অনেক জল্পনার শেষে লিভারপুল থেকে বার্সেলোনার পাড়ি দেন ফিলিপ কুতিনহো। এর জন্য বার্সাকে অবশ্য গুনতে হয়েছে ১৬০ মিলিয়ন ইউরো। যেখানে ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার এখন ট্রান্সফারের ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার।

কাতালান ক্লাবটিতে এসে ইতোমধ্যে মেডিকেল সেরে নিয়েছেন কুতিনহো। তবে মাঠে নামতে আরও তিন সপ্তাহের অপেক্ষা।

চোটের কারণে এখনই জার্সি গায়ে চাপাতে পারছেন না তিনি। কিন্তু নতুন সতীর্থদের সঙ্গে ঠিকই পরিচয় পর্ব সেরে নিচ্ছেন।

নিচে দেখে নেওয়া যাক নতুন সতীর্থদের সঙ্গে কুতিনহোর কয়েকটি মুহূর্ত:...লুইস সুয়ারেজের সঙ্গে কুতিনহোর সম্পর্কটা অবশ্য পুরোনো, লিভারপুলে দু’জনে এক সঙ্গে দেড় বছর খেলেছিলেন। ...সুয়ারেজ, পিকে, পাওলিনহো ও কুতিনহো খোশ মেজাজে ব্যস্ত। ...হল্যান্ডের বার্সা গোলরক্ষক জাসপার সিলিসেনের সঙ্গে ক্লাব ক্যান্টিনে আলাপ করছেন কুতিনহো। ...কোচ আর্নেস্টো ভালভার্ডের সঙ্গে কুতিনহো।

...

ক্লাব সতীর্থ হলেও জাতীয় দল ব্রাজিলে এক সঙ্গেই খেলেন কুতিনহো ও পাওলিনহো।

...

বার্সার সিনিয়র খেলোয়াড় জেরার্ড পিকের সঙ্গে হাসি খুশি কুতিনহো। ...কাতালান ক্লাবের অধিনায়ক ও সবচেয়ে সিনিয়র আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে সেলফিতে মজেছেন কুতিনহো। ...বার্সার জার্সিতে সমর্থকদের সামনে নিজেকে পরিচয় করিয়ে দিলেন কুতিনহো।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।