ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার খেলায় আত্মবিশ্বাসী অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
বার্সার খেলায় আত্মবিশ্বাসী অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

লা লিগায় দুই ম্যাচে ৪ পয়েন্ট হারালো বার্সেলোনা। এই সুবাদে শিরোপা দৌড়ে আত্মবিশ্বাস বাড়ছে অ্যাতলেতিকো মাদ্রিদের। বার্সার ব্যাক-টু-ব্যাক ড্রয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে দাঁড়িয়েছে ৭। সবশেষ ন্যু ক্যাম্প থেকে কষ্টার্জিত গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে গেতাফে।

ডার্বি ম্যাচে এসপানিওলের মাঠে ১-১ গোলের ড্রয়ের পর হোম ভেন্যুতে জয়ে ফিরতে পারলো না আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা। কাতালানদের পরবর্তী লিগ ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক এইবার।

আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে চেলসির মুখোমুখি হওয়ার আগে এইবার ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চোখ রাখছে বার্সা। ইউরো শ্রেষ্ঠত্বের আসরে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগের মহারণে কঠিন পরীক্ষাই দিতে হবে। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ন্যু ক্যাম্পে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই ১৪ মার্চ।

ছবি: সংগৃহীতজয়ের ধারায় থেকে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাতলেতিকো। অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের হোম ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ।  হ্যাটট্রিকে নেইমারের পিএসজিকে রোনালদোর হুঙ্কার

পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচে শীর্ষস্থানধারী বার্সার সংগ্রহ ৫৯। ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে অ্যাতলেতিকো। ৪৩ পয়েন্টে তিন নম্বরে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ১ পয়েন্ট পিছিয়ে টপ ফোরে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।