ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মানের হ্যাটট্রিকে কোয়ার্টারের পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
মানের হ্যাটট্রিকে কোয়ার্টারের পথে লিভারপুল ছবি:সংগৃহীত

সাদিও মানের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে পোর্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো লিভারপুল। দলের হয়ে অন্য দুটি গোল করেন মোহাম্মদ সালাহ ও রবার্টো ফিরমিনো। আর এ জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

বুধবার পোর্তোর মাঠ স্তাদিও ডু গ্রাগাওতে আতিথিয়েতা নিতে যায় লিভারপুল। তবে ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় সফরকারীরা।

এদিন ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার মানে। আর চার মিনিট পরেই এ মৌসুমে দুর্দান্ত খেলা সালাহ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ফলে বিরতির আগে ২-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে অলরেডস খ্যাত দলটি।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল। সফলতায়ও পেয়ে যায় দ্রুত। ৫৩ মিনিটে মানে নিজের দ্বিতীয় গোল করেন। আর ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো জয় নিশ্চিত করে একটি গোল করেন। তবে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে হ্যাটট্রিক উদযাপন করেন সেনেগালের স্ট্রাইকার মানে।

আগামী মাসে লিভারপুল নিজেদের মাঠ অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচে পোর্তেকে আতিথিয়েতা জানাবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।