ঢাকা, শুক্রবার, ৭ আষাঢ় ১৪৩১, ২১ জুন ২০২৪, ১৩ জিলহজ ১৪৪৫

ফুটবল

রোনালদোকে বিশ্রাম দিয়ে হারের লজ্জায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
রোনালদোকে বিশ্রাম দিয়ে হারের লজ্জায় রিয়াল ছবি: সংগৃহীত

এসপানিওলের মাঠে নিজের সবশেষ দুই ম্যাচে ৮টি গোল করার দৃ্ষ্টান্ত দেখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সেরা তারকাকে বিশ্রাম দেওয়ার চড়া মাশুলই গুণতে হলো কোচ জিনেদিন জিদানকে। শেষদিকের গোলে ১-০ ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবেছে রিয়াল মাদ্রিদ।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে ছন্দে ফেরা রিয়াল অপ্রত্যাশিত হারের স্বাদই পেল। আগামী সপ্তাহে প্যারিসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচ সামনে রেখেই মূলত রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়।

তার অনুপস্থিতিতে এসপানিওলের কাছে যে দল হেরেই যাবে তা ছিল সমর্থকদের চিন্তার বাইরে! গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে বেল-বেনজেমা-ইস্কো-অ্যাসেনসিওদের চোখেমুখে।

২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় উদযাপন করেছে এসপানিওল। শিরোপা ধরে রাখার মিশনে আগেই অনেকটা ছিটকে পড়া গ্যালাকটিকো শিবিরে যোগ হলো আরও একরাশ হতাশা।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান ১৪। ২৬ ম্যাচে রিয়ালের পুঁজি ৫১। অবস্থান তৃতীয়। অপরাজেয় বার্সার সংগ্রহ ২৫ ম্যাচে ৬৫ (২০ জয় ও ৫ ড্র)। সমান ম্যাচে ৭ পয়েন্ট পিছিয়ে প্রতিদ্বন্দ্বিতার জানান দিচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।