ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে এবার ইরান-আইসল্যান্ডের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
বিশ্বকাপে এবার ইরান-আইসল্যান্ডের প্রাথমিক দল ঘোষণা বিশ্বকাপের লোগো

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস। প্রতিটি দলই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। পাশাপাশি প্রাথমিক দল ঘোষাণাও শুরু করেছে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাওয়া দেশগুলো। এরই ধারাবাহিকতায় এবার স্বাগতিক রাশিয়াসহ প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান ও আইসল্যান্ড। ৪ জুন ২৩ জনের মূল দল ঘোষণা করা হবে তাদের।

রাশিয়ার প্রাথমিক দল
গোলরক্ষক: ইগর আকিনফেভ, ভ্লাদিমির গাবুলোভ, সসলান জানাঈভ, আন্দ্রে লুনেভ।
ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত, রুসলান কাম্ভোলভ, ফেদর কুদ্রিয়াসভ, ইলিয়া কুতেপভ, রোমান নুসতাদতের, কনস্টান্টিন রেউসচ, আন্দ্রে সেমেনভ, ইগর স্মোলিনিকভ, মারিও ফার্নান্দেস।


মিডফিল্ডার: ইউরি গজিনস্কি, আলেক্সন্দার গোলোভিন, অ্যালান জাগোয়েভ, আলেক্সন্দার ইরোখিন, ইউরি জিরকভ, দালের কুজায়েভ, রোমান জোবনিন, আলেক্সন্দার সেমেদভ, অ্যান্টন মিরানচুক, আলেক্সন্দার তাশায়েভ, ডেনিশ চেরিশেভ।
ফরোয়ার্ড: আর্তেম জায়ুভা, অ্যালেক্সে মিরানচুক,ফেদর স্মলভ, ফেদর চালোভ।

২৫ সদস্য নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছেন ইরান কোচ কার্লোস কুইরোজ। দলে সুযোগ পেয়েছেন সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে মাঠে নামা স্টিভেন বেইতাসুর। এছাড়া ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের অধিনায়ক ওমিড নোরাফকিনক। নতুন মুখ হিসেবে রাখা হয়েছে মাজিদ হোসেইনিকেও।

ইরান দল
গোলরক্ষক: আলীরেজা বেরানভান্ড, সেইদ হোসেইন হোসেইনি, রশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।
ডিফেন্ডার: রামিন রেজায়েন, ভোরিয়া ঘাফৌরি, স্টিভেন বেতাসুর, সেইদ জালাল হোসেইনি, মোহাম্মদ রেজা খানজাদেহ, মোর্ত্তেজা পৌরালিগাঞ্জি, মোহাম্মদ আনসারি, পেজম্যান মোন্তাজেরি, সেইদ মাজিদ হোসেইনি, মিলাদ মোহাম্মাদি, ওমিদ নোরাফকান, সায়েদ আঘাই, রুজবেহ চেসমি।
মিডফিল্ডার: সায়েদ এজাতোলাহি, মাসুদ সোজাই, আহমদ আব্দুলাহজাদেহ, সামান ঘোড্ডুস, মাহদি তোরাবি, আসকান দেজাগাহ, ওমিড ইব্রাহিমি, এসান হাজাফি, আলী করিমি, সোরৌস রাফেই, আলী ঘোলিজাদেহ, ভাহিদ আমিরি।
ফরওয়ার্ড: আলীরেজা জাহানবাখস, করিম আনসারিফার্ড, মাহদি তেরেমি, সর্দার আজমৌন, রেজা ঘুচাননেইজাহদ, কাভেহ রেজাই।

এছাড়া বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া আইসল্যান্ড দিয়েছে ২৩ জনের স্কোয়াড। কোচ হেইমির হলগ্যারিমসন ঘোষিত দলে আয়ারল্যান্ডকে ২০১৬ ইউরোর কোয়ার্টারে তোলা অনেক খেলোয়াড়কেই রাখা হয়নি এই স্কোয়াডে।

আইসল্যান্ড স্কোয়াড
গোলকিপার: হ্যান্স থর হালডরসন, রুনার অ্যালেক্স রুনারসন, ফ্রেডেরিখ শর্ম।
ডিফেন্স: ক্যারি আর্নাসন, আরি ফ্রেয়ার স্কুলাসন, বিরকির মার সেভারসন, সেভেরির ইনগি ইনগাসন, হর্ডর ম্যাগনুসন, হোলমার ওর্ন ইজলফসন, র‌্যাগনার সিগার্ডসন।
মিডফিল্ড: ইয়োহান বার্গ গার্ডমুন্ডসন, বিরকির বার্নাসন, আর্নর ইনভি ট্রাউসস্তাসন, এমিল হালফ্রেডসন, গিলফি সিগার্ডসন, ওলাফুর ইনগি স্কুলাসন, রুরিক গিসলাসন, স্যামুয়েল ফ্রিডজনসন ও অ্যারন গান্নারসন।
ফরোয়ার্ড: আলফ্রেড ফিনবোগসন, বির্জন বার্গম্যান সিগার্ডসন, জন দাদি বোর্ডভার্সন, অ্যালবার্ট ও গুডমান্ডসন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমকেএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।