ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৬৮ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে মাহারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
৬৮ মিলিয়ন ইউরোতে ম্যানসিটিতে মাহারেজ ম্যানসিটির জার্সি হাতে রিয়াদ মাহারেজ-ছবি: সংগৃহীত

বড় ধরনের কোনো অদল-বদল ঘটানো হবে না বলে গ্রীস্মের দল-বদলের বাজার শুরু হওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তবে দল-বদলের শুরুতেই আলজেরিয়ান তারকা রিয়াদ মাহারেজকে ৬৮ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়ে কিছুটা চমক ঠিকই দেখাল ম্যানসিটি।

গত জানুয়েরিতে একবার লেস্টার সিটির তারকা মাহারেজকে কিনতে চেয়েও ব্যর্থ হয় ম্যানসিটি। তবে এবার ক্লাবের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে তাকে দলে টেনেছে তারা।

মঙ্গলবার (১০ জুলাই) পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার খবরের মাঝেই একইদিন সন্ধ্যায় কিছুটা নিভ্রৃতেই আলজেরিয়ার জাতীয় দলের খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ম্যানসিটি।

গত শীতকালীন দল-বদলের বাজারে চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজকে কিনতে ব্যর্থ হওয়ায় ২০১৮-১৯ মৌসুমের জন্য মাহারেজের দিকেই নজর দেন সাবেক বার্সা কোচ গার্দিওলা। এর আগে চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকেও কিনতে ব্যর্থ হন এই স্প্যানিয়ার্ড।

গ্রীস্মের বাজারে আরও একজনের দিকে নজর পড়েছে গার্দিওলার। তিনি হলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত ইতালিয়ান মিডফিল্ডার ইউর্গিনহো। তবে তাকে চেলসিতেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। আপাতত ২৭ বছর বয়সী মাহারেজই ম্যানসিটির মৌসুমের প্রথম স্বাক্ষরিত তারকা।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।