ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালে ২২ বছর বন্দী ছিলেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
আর্সেনালে ২২ বছর বন্দী ছিলেন ওয়েঙ্গার আর্সেন ওয়েঙ্গার-ছবি: সংগৃহীত

আর্সেনালে কোচ থাকাকালে দারুণ অনেক সময় কাটিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তবে উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়ার পর কিংবদন্তি এই ফ্রেঞ্চম্যান মনে করছেন অন্য কোথাও তার চ্যালেঞ্জ নেয়া উচিৎ ছিল।

একটি-দুটি বছর নয়, গানারদের হয়ে ২২টি বছর পার করেছেন ওয়েঙ্গার। কিন্তু তিনি নাকি এতগুলো বছর নিজের চ্যালেঞ্জেই বন্দী ছিলেন।

তবে ঐ সময় তার হাতে আরও ভালো সুযোগ ছিল, বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলেও কোচের প্রস্তাব নাকোচ করেছিলেন।

৬৮ বছর বয়সী ওয়েঙ্গার জানান, আরও আগেই তার অন্য কোথাও শুরু করা উচিৎ ছিল। আর এটাকে অনেক বড় ভুল হিসেবে বলেন তিনি, ‘যদি অন্য কোথাও ২২ বছর কাটাতাম। ’

তিনি আরও বলেন, ‘আমি এমন একজন যার অন্য কোথাও যাওয়ার জন্য প্রচুর সুযোগ ছিল, তবে আমি চ্যালেঞ্জও পছন্দ করতাম। আসলে আমি নিজের চ্যালেঞ্জেই বন্দী ছিলাম।

ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। যেখানে ২০০৩-০৪ মৌসুমে তার দলটিকে বলা হয়েছিল ‘ইনভিনসিবল’। সেবার তার দল অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছিল।

আর্সেনাল ২০০৬ সালে ওয়েঙ্গারের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও খেলেছিল। তবে রানারআপের তকমা নিয়ে বাড়ি ফিরতে হয়। কিন্তু ইংলিশ এফএ কাপে সফল দলটি তার অধীনে ৭বার চ্যাম্পিয়ন হয়।

২০১৭-১৮ মৌসুমে শেষবারের মতো আর্সেনালের কোচ ছিলেন ওয়েঙ্গার। তবে দলকে পয়েন্ট টেবিলে শেষ চারেও রাখতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।