ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ অনুশীলনে বাংলাদেশ জাতীয় দল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘরের মাঠ সাফ চ্যাম্পিয়নশিপ মিশনটা দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আর নিজেদের দ্বিতীয় ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় জেমি ডে’র শিষ্যরা। যেখানে শারীরিকভাবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে স্বাগতিকদের।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

এই টুর্নামেন্টে দু’দলই জয় দিয়ে শুরু করেছে।

উদ্বোধনী ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে পাকিস্তান। পরে ভুটানকে ২-০ গোলে হারিয়ে জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দলও নিজেদের জানান দেয়।

ফিফার ৠাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৪। যেখানে পাকিস্তান দল ৭ ধাপ পিছিয়ে রয়েছে। তবে শারীরিকভাবে তারা বেশ এগিয়ে। কিন্তু বাংলাদেশি কোচ জেমি প্রতিপক্ষের এই বিষয়টি আমলে নিলেও তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি এই ম্যাচ জিতে দলকে সেমিফাইনালের পথে এগিয়ে রাখতে চান।

বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। সমান ছয়টি করে জয় পেয়েছে দু’দল। বাকি চারটি ম্যাচ ড্র। সাফের পরিসংখ্যানেও সমান দুটি করে জয় দুদলের, বাকি দুটি ড্র। তবে সর্বশেষ সাফে ২০১৩ সালে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। যেখানে একই দিন নেপাল-ভুটানের মধ্যে অন্য ম্যাচটি ড্র হলে আর বাংলাদেশ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।