ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপে কাড়াপাড়া চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপে কাড়াপাড়া চ্যাম্পিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

বাগেরহাট: বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বেমরতা ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাড়াপাড়া ইউনিয়ন দল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।  

​খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস।



বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীণ আহমেদ, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরসহ সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা।

গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়ন অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।