ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তবুও মেসি থাকবেন ফিফার অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
তবুও মেসি থাকবেন ফিফার অনুষ্ঠানে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নেই এবারের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘দ্য বেস্ট’র তালিকায়। মেসি ভক্তরা এতে হতাশ হতেই পারেন। কিন্তু মেসি নিজে কতটা হতাশ তা অবশ্য প্রকাশ করেননি। তালিকা থেকে বাদ পড়লেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই অনুষ্ঠানে ঠিকই উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফিফার এই অনুষ্ঠানে তালিকায় থাকা ফুটবলারদের পাশাপাশি থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও।

ফিফার বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা পেয়েছেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মিশরের মোহাম্মদ সালাহ।

সেরা তিন ফুটবলের তালিকায় নাম না থাকলেও ফিফার বর্ষসেরা একাদশে নাম রয়েছে মেসির। আর তাই বাকি ফুটবলারদের সম্মান জানাতেই অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি।

সর্বশেষ উয়েফা বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকায় অনুষ্ঠানে আসেননি রোনালদো। পুরস্কার জেতেন মদ্রিচ। তবে সে ক্ষেত্রে উদারতাই দেখাতে যাচ্ছেন মেসি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।