ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর-ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপে জয় দিয়ে শুভ সূচনা করেছে চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারালো দলটি। জয়ী দলের হয়ে একটি করে গোল করেন মোমোদোউ বাহ, উগোচুকউও আওয়ালা মাগালান ও মুফতা লওয়াল। আর রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ রাকিবুল ইসলাম।

উদ্বোধনী ম্যাচে বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো চট্টগ্রাম আবাহনী ৩৫ মিনিটে বাহ’র গোলে এগিয়ে যায়।

তবে এই ১-০ গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে রহমতগঞ্জের রাকিব গোল করলে সমতায় ফেরে তারা।

আক্রমণের ধার বাড়ানো চট্টগ্রাম আবাহনী চার মিনিটের ব্যবধানে আরও দুটি গোল পেয়ে জয় নিশ্চিত করেন। ৭২ মিনিটে মাগালান ও ৭৬ মিনিটে লওয়াল গোলগুলো করেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।