ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরলো জুভেন্টাস রোনালদোর জোড়া জয়ে ফিরলো জুভেন্টাস-ছবি: সংগৃহীত

ধীরে ধীরে ইতালিয়ান সিরিআ লিগে দারুণ মানিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ তার জোড়া গোলেই এম্পোলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। এর ফলে এক ম্যাচ পরেই লিগে জয়ে ফিরলো ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

শনিবার রাতে স্তাদিও কারলো ক্যাস্তেলানিতে আতিথি হিসেবে খেলতে যায় জুভিরা। লিগে প্রথম আট ম্যাচে জয়ের পর নমব রাউন্ডে জিওনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে দলটি।

তাই এ ম্যাচে বেশ সতর্ক ছিল তারা।

তবে এদিন প্রথমার্ধ বেশ হতাশার মধ্যদিয়েই যায় সফরকারীদের। উল্টো ২৮ মিনিটে প্রতিপক্ষের ফ্রান্সেসকো কাপুতোর গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে ৫৪ মিনিটে পেনাল্টি কিক থেকে দলকে সমতায় ফেরান রোনালদো। ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পরে ৭০ মিনিটে ২৫ গজ দূরে থেকে জোড়ালো এক শটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি জুভেন্টাসের জয় নিশ্চিত করেন সিআর সেভেন খ্যাত তারকা রোনালদো। এ নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগাল অধিনায়ক।

সিরিআ লিগে ১০ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৭ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৯।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।