ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল বেনাপোলে বাংলাদেশের কিশোরীরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।  

রোববার (২৮ অক্টোবর) সকাল ৭টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ দল ভারতে প্রবেশ করে।  

১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ভারতের নিউ দিল্লিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট হবে।

 

জানা যায়, ১৮ দলের প্রতিনিধি দলে ১৪ জন কিশোরী খেলোয়াড় রয়েছেন। টিম ম্যানেজার রয়েছেন শহিদুল ইসলাম ও কোচ জয়া চাকমা। সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের শর্ত অনুযায়ী, খেলোয়াড়দের সবার বয়স ১৭ বছরের মধ্যে।

টিম ম্যানেজার শহিদুল ইসলাম ভারত যাওয়ার পথে বাংলানিউজকে বলেন, আমরা বিশ্বাস করি এ টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বহিঃর্বিশ্বে তুলে ধরবে। পাশাপাশি এ টুর্নামেন্ট সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, সম্প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক জোরদার করতে বড় ভূমিকা রাখবে।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এজেডএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।