ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে ফিরে জয় পাওয়া হলো না ল্যাম্পার্ডের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
ঘরের মাঠে ফিরে জয় পাওয়া হলো না ল্যাম্পার্ডের! ঘরের মাঠে ফিরে জয় পাওয়া হলো না ল্যাম্পার্ডের!-ছবি: সংগৃহীত

চেলসির কিংবদন্তি তিনি। খেলেছেন একাধারে ১৩টি বছর। এবার এই স্ট্যামফোর্ড ব্রিজে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ফিরলেন প্রতিপক্ষ হয়ে। তবে খেলোয়াড় নয়, কোচ হয়ে। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির হেড কোচ লিগ কাপের ম্যাচে শিষ্যদের নিয়ে এলেন তার সাবেক মাঠে। কিন্তু লিগ কাপে ৩-২ ব্যবধানে হেরে যায় তার দল।

বুধবার চতুর্থ রাউন্ডের এ খেলায় জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ডার্বি। কিন্তু ল্যাম্পার্ডের দুই শিষ্য করে বসেন আত্মঘাতি গোল।

যদিও দু’বারই তা শোধ হয়। কিন্তু সেস ফেব্রেগাসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ম্যাচের ৫ মিনিটে ফিকায়ো তোমারির আত্মঘাতি গোলে লিড পায় চেলসি। তবে ৯ মিনিটে জ্যাক ম্যারিওটের গোলে সমতায় ফেরে ডার্বি। ২১ মিনিটে ফের আত্মঘাতি গোল হয় দলটির। এবারের খলনায়ক রিচার্ড কেওঘ। কিন্তু ২৭ মিনিটে বাঁচান মার্টিন ওয়াঘহর্ন। অবশ্য ফেব্রেগাস ৪১ মিনিটে গোল করে চেলসিকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিকে এই আসরের অপর ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্ল্যাকপুলকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।