ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সুয়ারেজের জোড়া গোল জেতালো বার্সাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সুয়ারেজের জোড়া গোল জেতালো বার্সাকে সুয়ারেজের জোড়া গোল জেতালো বার্সাকে-ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ইনজুরিতে দলের দায়িত্ব দারুণভাবেই সামাল দিচ্ছেন লুইস সুয়ারেজ। লিগে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার পর এবার করলেন জোড়া গোল। নিচুসারির দল রায়ো ভায়েকানোকে তার জোড়া গোলেই ৩-২ ব্যবধানে হারায় বার্সেলোনা।

শনিবার রাতে স্তাদিও দেল রায়ো ভায়েকানোতে অতিথি হিসেবে খেলতে যায় বার্সা। তবে এদিন জয় সহজ ছিল না আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।

সুয়ারেজের গোলে প্রথমে এগিয়ে গেলেও মাঝে হারের শঙ্কা জাগে।

১১ মিনিটেই জর্দি আলবার পাস থেকে বার্সাকে লিড পাইয়ে দেন সুয়ারেজ। কিন্তু ৩৫ মিনিটে প্রতিপক্ষের হোসে অ্যাঙ্গেল পোসোর গোলে সমতা পায় স্বাগতিকরা। আর বিরতির পর ৫৭ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভায়েকানো।

গোল পেতে মরিয়া বার্সা আক্রমণের ধার বাড়িয়ে দেয়। দলটি জয় পাওয়ার রোমাঞ্চ নিয়ে যায় শেষ দিকে। ৮৭ মিনিটে জেরার্ড পিকের কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক হাফ ভল্যিতে কাতালানদের সমতায় ফেরান ফ্রেঞ্চ তারকা উসমান দেম্বেলে। আর তিন মিনিট পরেই অর্থাৎ নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে বার্সাকে তিন পয়েন্ট এনে দেন সুয়ারেজ।

উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ এ নিয়ে এবারের লিগে নবম গোল করলেন।

লিগে ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে বার্সেলোনা ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্টে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।