ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দিবালার গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
দিবালার গোলে জুভেন্টাসের জয় দিবালার গোলে জুভেন্টাসের জয়-ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে দারুণ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। ক্যাগলিয়ারির বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের জয়ে একটি করে গোল করেন পাওলো দিবালা ও হুয়ান কুয়াদ্রাদো। অপর গোলটি আসে আত্মঘাতি থেকে।

সিরিআ, লা লিগায় ও ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ৪০০ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যাচের শুরুতে একটি স্মারক জার্সি দিয়ে সম্মান জানানো হয়।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বসেন আর্জেন্টাইন তরুণ সেনসেশন দিবালা।

রদ্রিগো বেন্তাকুরের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন তিনি।

খেলার ৩৬ মিনিটে অবশ্য জোয়াও পেদ্রোর গোলে সমতায় ফেরে ক্যাগলিয়ারি। কিন্তু দুই মিনিট পরেই ব্রাদারিচের আত্মঘাতি গোলে ফের লিড নেয় স্বাগতিকরা। আর ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান তারকা কুয়াদ্রাদোর গোল করে জুভিদের জয় নিশ্চিত করেন।

লিগে ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে জুভেন্টাস ৩১ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো। ইন্টার মিলান ও নাপোলির পয়েন্ট সমান ২৫ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।