ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মোরাতার জোড়া গোলে জিতলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
মোরাতার জোড়া গোলে জিতলো চেলসি গোলের পর স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার উল্লাস

ইংলিশ লিগে টানা দুই ম্যাচে স্কোর লাইনে নাম লেখালেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। তারই জোড়া গোলে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি। গেল সপ্তাহে বার্নলির মাঠেও গোলের দেখা পেয়েছিলেন মোরাতা।

ব্লুজদের অপর গোলটি করেছেন পেদ্রো রডরিগেস। আর বোর্নমাউথের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্ড্রোস টাউনসেন্ড।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের ১১ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে নেমে গেছে লিভারপুল।

এরআগে রোববার (৪ নভেম্বর) স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৩২তম মিনিটে পেদ্রোর পাস থেকে ডান পায়ের শটে চেলসিকে এগিয়ে নেন মোরাতা। ৫৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডি-বক্সে ঢুকে নিচু শটে ১-১ এ সমতা আনেন ইংলিশ মিডফিল্ডার অ্যান্ড্রোস টাউনসেন্ড।

সমতাটি অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারী শিবির। কেননা ৬৫ মিনিটে এদেন আজারের ফ্রি-কিক রক্ষণভাগ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে কোনাকুনি শটে দলকে আবার ২-১ এগিয়ে নেন মোরাতা।

শেষ গোলটি আসে ৭০তম মিনিটে। মার্কো আলোনসোর পাস ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান আরও বাড়ান স্পেনের ফরোয়ার্ড পেদ্রো।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।