ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচ পর লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
দুই ম্যাচ পর লিভারপুলের জয় লিভারপুলের জয়। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে আর্সেনালের বিপক্ষে ড্র আর চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডের কাছে হেরে যাওয়া লিভারপুল অবশেষে জয় পেলো। রোববার (১১ নভেম্বর)  ইংলিশ লিগের জায়ান্ট এ ক্লাবটি ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পায়।

ইংলিশ লিগের ম্যাচে অলরেডদের হয়ে একটি করে গোল পান মোহাম্মদ সালাহ ও জাদরান শাকিরি।

ম্যাচের ৪১ মিনিটে লিভারপুলকে গোল করে এগিয়ে দেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ।

মিশরিয় এই ফুটবলারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। ফিরে ম্যাচের ৫৩ মিনিটে আনফিল্ডের দর্শকদের আনন্দে ভাসান জাদরান শাকিরি। বাকি সময় আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা।

ঘরের মাঠে জয় পাওয়া এ ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছেছে লিভারপুল। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলরেডসরা। এক ম্যাচ কম নিয়ে তাদের পেছনেই আছে ম্যানচেস্টার সিটি। আর রোববার রাতেই ম্যাচ খেলতে নামবে সিটিয়ানরা। জয় পেলে পৌঁছে যাবে শীর্ষে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।