ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

উরুগুয়েকে ১-০ গোলে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
উরুগুয়েকে ১-০ গোলে হারালো ব্রাজিল গোল উদযাপন করছেন নেইমার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল। খেলার ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।

শুক্রবার (১৬ নভেম্বর) দিনগত রাত দুইটায় (বাংলাদেশ সময়) লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

দক্ষিণ আমেরিকা তথা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের এ খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন নেইমার।

এই নিয়ে টানা পাঁচ জয়ের পাশাপাশি ম্যাচগুলোতে নিজেদের জালও অক্ষত রাখলো ব্রাজিল। এই সময়ে প্রতিপক্ষের জালে মোট ১১ বার বল পাঠিয়েছে তারা। আগের চার ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব ও আর্জেন্টিনাকে হারিয়েছিল নেইমাররা।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।