ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সাকে ট্পকে শীর্ষে সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
বার্সাকে ট্পকে শীর্ষে সেভিয়া সেভিয়া। ছবি: সংগৃহীত

নিজেদের মাঠে রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে সেভিয়া। রোববার (২৫ নভেম্বর) ১-০ গোলে জিতে মাঠ ছাড়া সেভিয়া বার্সেলোনাকে টপকে শীর্ষস্থান দখল করে। এক ধাপ করে অবনমন হয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের।

ম্যাচের ৩০তম মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে কাছ থেকে হেডে একমাত্র গোলটি করেন এসি মিলান থেকে ধারে খেলতে আসা আন্দ্রে সিলভা। মৌসুমে এটি তার অষ্টম গোল।

১৯৪৬ সালের পর স্প্যানিশ এই লিগে আর চ্যাম্পিয়ন হতে পারেনি সেভিয়া। তবে এবার বেশ ছন্দে আছে দলটি। টানা চার ম্যাচে অপরাজিত আছে তারা।

১৩ ম্যাচ শেষে সেভিয়ার পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে বার্সা। অ্যাতলেটিকো মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। আর ছয় নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।