ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ পর জয় পেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
তিন ম্যাচ পর জয় পেলো আর্সেনাল আর্সেনালের জয়। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। রোববার (২৬ নভেম্বর) বোর্নমাউথের মাঠে এই জয় পায় উনাই এমেরির দল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর জয় পেলো তারা। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলো আর্সেনাল।

প্রথমার্ধে সমতায় থাকলেও পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের দ্বিতীয়ার্ধের গোলে জয় নিশ্চিত হয় আর্সেনালের।  

৩০ মিনিটে প্রতিপক্ষের জেফারসন লেরমার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল।

তবে কাউন্টার অ্যাটাকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৭ মিনিটে জয়সূচক গোল আদায় করে নেয় গানাররা।

তবে ৭ মিনিটেই একটি গোল করে ফেললেও বোর্নমাউথের সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমকেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।