ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘আমি সবকিছুতে জিততে চাই, হারা পছন্দ নয় আমার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
‘আমি সবকিছুতে জিততে চাই, হারা পছন্দ নয় আমার’ লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে পার করে দিয়েছেন ১৫ বছর। দলের ভালো-মন্দ সময়ে ছিলেন ছায়া হয়ে। অর্থের লোভ বা অন্য কিছুর বিনিময়েই ছাড়তে নারাজ বার্সেলোনাকে। এমনকি বার্সেলোনার হয়ে আরও গোল, আরও ট্রফি অর্জন করতে চান দলটির সবচেয়ে বেশি গোলের মালিক লিওনেল মেসি। এমনকী স্পস্টই জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই হারতে চান না তিনি।

বার্সেলনার হয়ে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন সব সময়ই। ক্লাবটির হয়ে একের পর এক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।

চলতি মৌসুমে কিছুদিন ইনজুরিতে কাটালেও বাকি সময়টা ছিলেন দারুণ ছন্দে। সম্প্রতি জনপ্রিয় ইংলিশ সংবাদ মাধ্যম মিররকেও জানান বার্সেলোনা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন, ‘আমি দিন দিন আরো উন্নতি করতে চাই। আরো বেশি গোল করে বেশি শিরোপা জিততে চাই। খেলার নিয়ন্ত্রণ নিয়ে একজন সত্যিকারের পেশাদার খেলোয়াড় হিসেবে নিজেকে দেখতে চাই।  আরো বেশি বলের দখল নিয়ে গোল করতে চাই। আমি সবকিছুতে জিততে চাই, হারা পছন্দ নয় আমার। ’

মৌসুমের মাঝ পথে হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে পার করেন তিন সপ্তাহ। এর আগে পরের সময়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে নয়টি গোল করেন মেসি, অ্যাসিস্ট করেন ৫টি গোলে।

৩২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘একজন ফুটবলার হিসেবে আমি নিজেকে ম্যাচের নিয়ন্ত্রক করতে চাই। নিজেকে বলের পেছনে আরও স্বতঃস্ফূর্ত দেখতে চাই এবং আরও বেশি গোলের মালিক হতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩৩৭ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।