ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
বড় জয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস বড় জয়ে মাঠ ছাড়লো জুভেন্টাস-ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে বড় জয় পেল জুভেন্টাস। ফিরেন্টিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের জয়ে একটি করে গোল করেন রদ্রিগো বেনতানকুর, জিওর্জিও চিয়েল্লিনি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিন ফিরেন্টিনার মাঠ স্তাদিও আরতেমিও ফ্রাঞ্চিতে আতিথিয়েতা নিতে যায় জুভিরা। যেখানে শুরু থেকেই দাপট দেখিয়ে দারুণ জয় পায় তারা।

ম্যাচের ৩১ মিনিটে বেনতানকুরের গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে চিয়েল্লিনি ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সফলভাবে গোল আদায় করে নেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

লিগে ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা জুভিদের পয়েন্ট ৪০। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।