ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বোকাকে হারিয়ে লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন রিভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
বোকাকে হারিয়ে লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন রিভার বোকাকে হারিয়ে লিবার্তোদোরেস চ্যাম্পিয়নস রিভার-ছবি: সংগৃহীত

লড়াই, সংঘাত, সংঘর্ষ-অবশেষে জয় পেল রিভারপ্লেট। দক্ষিণ আমেরিকার মহাদেশীয় কোপা লিবার্তোদোরেসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রিভারপ্লেট। শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগে বোকাকে ৩-১ গোলে হারায় রিভার। দুই লেগ মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে জয় পায় তারা।

প্রথম লেগে মাঠের তুমুল লড়াই শেষে বোকার স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে রিভারের মাঠে দ্বিতীয় লেগেই বাধে বিপত্তি।

বোকার টিম বাসে হামলা করে বসে রিভার সমর্থকরা। পরবর্তীতে মহাদেশের ফুটবল সংস্থা কনমেবল সিদ্ধান্ত নেয় ম্যাচটি অন্য কোথায় হবে।

ফলে শেষ পর্যন্ত দুইবার তারিখ বদলে ম্যাচটি রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্থিয়াগো বার্নাব্যুতে নেওয়া হয়।

ল্যাটিনের চ্যাম্পিয়নস লিগ খ্যাত লিবার্তোদোরেসের ৫৮ বছরের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হলো আর্জেন্টিনার রাজধানীর এই দুল। এমনিতেই এই দুই দলের লিগের ম্যাচে ভয়ংকর লড়াই হয়ে থাকে। যেখানে সংঘর্ষের কথা চিন্তা করে এদের এক দলের সমর্থকদের অন্য দলের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ।

বার্নাব্যুতে প্রায় ৬২ হাজার দর্শকের সামনে এদিন ম্যাচে প্রথমে অবশ্য বোকাই এগিয়ে যায়। গোলটি করেন দারিও বেনেদেত্তো। তবে দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে রিভারপ্লেটকে সমতায় ফেরান লুকাস প্রাতো।

নির্ধারিত সময়ে খেলা দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর মধ্যে ৯২ মিনিটে উইলমার ব্যারিওস লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় বোকা। এই সুযোগে অতিরিক্ত সময়ে রিভারপ্লেটকে দুটি গোল এনে দিয়ে দলটির দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব হওয়া নিশ্চিত করেন ফার্নান্দো কুইন্তেরো ও গঞ্জালো মার্তিনেজ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।