ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গেল কারা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে গেল কারা? আগামী ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে-ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। যেখানে ৩২ দল থেকে ১৬ দল নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত করেছে।

শেষ ষোলোতে প্রত্যাশিত ইউরোপের সব জায়ান্ট দলগুলোই জায়গা করে নিয়েছে। তবে বাদ পড়াদের মধ্যে বড় নাম হিসেবে আছে মোনাকো, ইন্টার মিলান, নাপোলি ও বেনফিকার মতো দল।

আগামী ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

নিচে পাঠকদের জন্য উত্তীর্ণ হওয়া ১৬ দল ও বাদ যাওয়া ১৬ দলের নাম দেওয়া হলো:

‘এ’ গ্রুপ- বুরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাতলেটিকো মাদ্রিদ। বাদ পড়েছে ক্লাব ব্রগা ও মোনাকো।

‘বি’ গ্রুপ- বার্সেলোনা ও টটেনহ্যাম হটস্পার। বাদ পড়েছে ইন্টার মিলান ও পিএসভি।

‘সি’ গ্রুপ- পিএসজি ও লিভারপুল। বাদ পড়েছে নাপোলি ও রেড স্টার বেলগ্রেড।

‘ডি’ গ্রুপ- পোর্তে ও শালকে। বাদ পড়েছে গ্যালাতাসেরায় ও লোকোমোতিভ মস্কো।

‘ই’ গ্রুপ- বায়ার্ন মিউনিখ ও আয়াক্স। বাদ পড়েছে বেনফিকা ও এইকে এথেন্স।

‘এফ’ গ্রুপ- ম্যানচেস্টার সিটি ও লিওন। বাদ পড়েছে শাখতার দোনেস্ক ও হফেনহেইম।

‘জি’ গ্রুপ- রিয়াল মাদ্রিদ ও রোমা। বাদ পড়েছে ভিক্তোরিয়া প্লজেন।

‘এইচ’ গ্রুপ- জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাদ পড়েছে ভ্যালেন্সিয়া ও ইয়াং বয়েস।

** শেষ ষোলোতে জায়গা পাওয়া প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন ও দ্বিতীয় দল রানারআপ।
** আর বাদ পড়া প্রথম দল সরাসরি খেলবে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।