ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বছর শেষের র‍্যাংকিংয়ে শীর্ষে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
বছর শেষের র‍্যাংকিংয়ে শীর্ষে বেলজিয়াম বছর শেষের র‍্যাংকিংয়ে শীর্ষে বেলিজিয়াম-ছবি: সংগৃহীত

নতুন বছরটা শীর্ষে থেকেই শুরু করবে বেলজিয়াম। কারণ, বছর শেষের ফিফা র‍্যাংকিংয়ে এক নম্বর অবস্থান ধরে রেখেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। তবে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে তাদের পার্থক্য মাত্র এক পয়েন্টের। ব্রাজিল তিনেই থাকলেও আর্জেন্টিনা রয়েছে এগারো নম্বর স্থানে।

বেলজিয়ামের ঝুলিতে আছে ১৭২৭ পয়েন্ট। আর ফরাসিদের পয়েন্ট ১৭২৬।

তালিকার তৃতীয় স্থানে আছে ব্রাজিল। সেলেসাওদের পয়েন্ট ১৬৭৬।

গত ২০১৭ সালের ডিসেম্বরের রেটিং পয়েন্টের সঙ্গে নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে নিজেদের ঝুলিতে সবচেয়ে বেশি পয়েন্ট (১৬৫ পয়েন্ট) যুক্ত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই বাড়তি পয়েন্টেই সেবার ৯ম স্থানে থাকা ফরাসিরা এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

নতুন র‍্যাংকিংয়ের সেরা পঞ্চাশে ইউরোপ ও এশিয়ার জয়জয়কার, যেখানে কিছুটা পিছিয়ে পড়েছে আফ্রিকানরা। সেরা পঞ্চাশে আগেরবারের সঙ্গে আরও দুই দল যুক্ত হয়ে ৩১ দলই ইউরোপের। এশিয়া থেকে এবার ১টা থেকে বেড়ে ৩টি দল আর আফ্রিকা থেকে ৮টি থেকে কমে ৫টি দল আছে সেরা পঞ্চাশে।

সবচেয়ে বড় লাফটা মেরেছে ইউরোপের দেশ কসোভো। ১৩১তম স্থান থেকে ৪৬ ধাপ এগিয়েছে ফিফা’র নবীন এই সদস্য।  

ফিফা’র নতুন র‍্যাংকিংয়ের সেরা ১০:
১। বেলজিয়াম
২। ফ্রান্স
৩। ব্রাজিল
৪। ক্রোয়েশিয়া
৫। ইংল্যান্ড
৬। পর্তুগাল
৭। উরুগুয়ে
৮। সুইজারল্যান্ড
৯। স্পেন
১০। ডেনমার্ক 

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।