ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

রোমাকে হারিয়ে জুভেন্টাসের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
রোমাকে হারিয়ে জুভেন্টাসের রেকর্ড রোমাকে হারিয়ে জুভেন্টাসের রেকর্ড-ছবি: সংগৃহীত

বড় রত্ন হিসেবেই জুভেন্টাসে পাড়ি দেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তার ছোঁয়া পেয়ে যেন আরও জেগে উঠেছে দলটি। তবে সর্বশেষ লিগ ম্যাচে পর্তুগিজ তারকা গোল না পেলেও দলের জয়ে দেখেছেন দারুণ এক রেকর্ড।

মারিও মানজুকিচের একমাত্র গোলে ইতালিয়ান সিরিআ লিগে রোমাকে ১-০ গোলে হারায় জুভিরা। ফলে লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচের মধ্যে ১৬টিতে জয় ও একটি ম্যাচ ড্র করেছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

লিগের ইতিহাসে আর কোনো দল এমন উড়ন্ত শুরু করতে পারেনি আগে কখনো।

এদিন সাবেক রিয়াল তারকা রোনালদো অবশ্য অসংখ্য সুযোগ নষ্ট করেন। তবে ৩৫ মিনিটে ক্রোয়েশিয়ান তারকা মানজুকিচ ভুল করেননি। দারুণ এক হেডে জয়সূচক গোলটি করেন তিনি।

১৭ ম্যাচে ১৬ জয় আর এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান সুসংহত করল জুভেন্টাস। ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নাপোলি। ২৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে রোমা।  

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।