ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এমবাপ্পে বিশ্বকাপ জয়ের পর সাফল্যে ভাসছেন এমবাপ্পে-ছবি: সংগৃহীত

স্বপ্নের মতোই একটি বছর কাটালেন কিলিয়ান এমবাপ্পে। সাফল্যে ঘেরা বছরটিতে এই তরুণ পুরস্কারও পাচ্ছেন হাত ভরে। সর্বশেষ ফ্রান্সের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতলেন এই ফরাসী স্ট্রাইকার।

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম, প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ঘরোয়া ট্রেবল জয়, সর্বশেষ বিশ্বকাপ জয় এমবাপ্পের এই বছরটা একেবারে পূর্ণ করে দিয়েছে।

ফ্রেঞ্চ ফুটবল ব্যালন ডি’অরে’র পাশাপাশি প্রতিবছর সেরা খেলোয়াড় নির্বাচন করে থাকে।

এবার সেই পুরস্কারই ঘরে তুললেন এমবাপ্পে। পুরস্কারটি পেতে তিনি ভোটের ব্যবধানে পেছনে ফেলেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজম্যানকে।

২০ বছর বয়সী এমবাপ্পে এর আগে ব্যালন ডি’অরের তালিকায় চতুর্থ হয়েছিলেন। তবে ফিফার অ্যাওয়ার্ডে জিতেছেন কোপা পুরস্কার। আর বিশ্বকাপে হাতে তুলেছিলেন সেরা তরুণের পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।